নির্বাচন নয়, জাতীয় সরকার চাই: নাহিদ ইসলামের কণ্ঠে নতুন বার্তা
মোজাফ্ফর রহমান | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৬:২৬

জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই! এই বক্তব্যে কাঁপিয়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন—
আমরা সংস্কার চেয়েছি, জুলাই গণহত্যার বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু কিছু শক্তি চায়, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে। তারা ভেবেছিল ২/৩টি আসন দিয়ে আমাদের কিনে নেবে!
কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম—জুলাই বিপ্লবীরা বিক্রি হয় না। আমরা রাষ্ট্রের নতুন পথচলার লড়াইয়ে নামা সৈনিক। পথসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল এবং চিকিৎসক তাসনীম জারা।
সভায় আরও ঘোষণা আসে—জুলাই বিপ্লবীরা চায় একটি জাতীয় সরকার, চায় একটি নতুন রাষ্ট্র গঠন। কিন্তু একটি দল বলছে, ৩ মাসের মধ্যে নির্বাচন! এদের একটাই উদ্দেশ্য—ক্ষমতা।
জনগণের প্রতি আহ্বান জানান মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ—চাঁদাবাজি, ছিনতাই, খুনোখুনির বিরুদ্ধে রুখে দাঁড়ান!
পথসভা শেষে বের হয় পদযাত্রা—শহীদ আসিফ চত্বর থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত, যেখানে জনগণ স্লোগানে স্লোগানে জানিয়ে দেয়—এটা শুধু রাজনীতি না, এটা এক নতুন ইতিহাসের সূচনা।
এরপর আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় উদ্বোধন হয় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়। নেতাকর্মীদের চোখে ছিল দৃঢ়তা, মুখে ছিল স্বপ্নের ভাষা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।