সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জলাবদ্ধতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১১:৫৫

ছবি: সংগৃহীত

আবহাওয়া অফিসের নতুন বার্তা। আজ ১৪ জুলাই, সোমবার—ঢাকা শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। এবং হ্যাঁ, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা: ৯২ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিমি বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা বেশি পরিবর্তন হবে না—অনেকটাই থাকবে একইরকম।

শুধু ঢাকাই নয়—ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগেও অনেক জায়গায় দেখা যেতে পারে একই চিত্র।

বিশেষ সতর্কতা—ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, যদি অতি ভারী বৃষ্টি হয়। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সারাদেশে। বৃষ্টির দিনে বাইরে বের হলে ছাতা নিতে ভুলবেন না! যানবাহনে ধীরগতি আর রাস্তায় পানি জমার জন্য প্রস্তুত থাকুন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top