রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! আজ সাত জেলায় তাণ্ডবের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১১:৫৩

ছবি: সংগৃহীত

আজ শনিবার, সকাল থেকেই আবহাওয়া অধিদপ্তরের লাল সংকেত—দুপুর একটার ভেতরে সাত জেলায় তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার; এই এলাকায় দক্ষিণ‑দক্ষিণ‑পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তাই নদীবন্দরগুলোকে দেখাতে হবে এক নম্বর সতর্ক সংকেত। নদীপথের যাত্রী ও মাঝিদের প্রতি বিশেষ অনুরোধ—দুপুর পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া নৌযাত্রা বন্ধ রাখুন।

রাজধানী ঢাকা ও আশপাশের পূর্বাভাস—সকাল সাতটা থেকে ছয় ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, হালকা কিংবা মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাস বইবে দক্ষিণ বা দক্ষিণ‑পূর্ব দিক থেকে, গতিবেগ দশ থেকে পনের কিলোমিটার। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে সারাদেশে রাত‑দিনের বড় পরিবর্তন নেই।

সন্ধ্যা ছয়টার পরের চিত্র আরও ভারী—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি‑ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

মনে রাখবেন—মেঘ‑বৃষ্টি আর বজ্রপাতের সময় খোলা মাঠ, নৌকা কিংবা বড় গাছের নিচে নয়; নিরাপদ ঘরে থাকুন। বিদ্যুৎ চমক দেখলে মোবাইল, ধাতব জিনিস থেকে দূরে থাকুন। এই ছিল আজকের তড়িৎ আবহাওয়া সতর্কতা। সাবধান থাকুন, জরুরি হলে বাইরে যাবেন—নয়তো পরিবারের সঙ্গে নিরাপদে থাকুন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top