শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৬:১৫

ছবি: সংগৃহীত

সুন্দরবনের গহিনে কোস্ট গার্ডের সফল অভিযান! সাতক্ষীরা রেঞ্জের মাউন্দে নদী সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ। সময়: বুধবার বিকাল ৪টা, স্থান: শ্যামনগরের মাউন্দে নদীপাড়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা। অভিযানের সময় সন্দেহজনক এক ব্যক্তিকে থামার সংকেত দিলে, সে পালিয়ে যায়।

কোস্ট গার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আত্মসমর্পণের আহ্বান জানায়। পালানোর সময় ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে বনের ভেতর গা ঢাকা দেয়। পরে সেই ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয়: ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top