ভোরে বাড়ি ফেরা হলো না—নোয়াখালীর খালে থেমে গেল একই পরিবারের ৭ জীবন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৫:০৪

আজকের ভোরটা যেন এক বিভীষিকার সকাল হয়ে দেখা দিলো নোয়াখালীর মানুষের জন্য। বেগমগঞ্জ উপজেলার পূর্ব জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। এ দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের সাতজন সদস্য।
মাইক্রোবাসটি ওমানফেরত এক প্রবাসীকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিল লক্ষ্মীপুরে। সেই প্রবাসীর আপনজনরাই ছিলেন মাইক্রোবাসে। ভোরের শান্ত সড়কে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি, সোজা গিয়ে পড়ে খালের পানিতে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন—গাড়িতে চালকসহ ১১ জন ছিলেন। চালকসহ ৪ জন কোনোভাবে বেরিয়ে আসলেও পেছনের সিটে থাকা ৭ জন আটকে পড়েন পানির নিচে। দম বন্ধ হয়ে মারা যান সবাই।
নিহতদের নাম—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। সবাই একই গ্রামের—লক্ষ্মীপুর জেলার পশ্চিম চৌপল্লীর বাসিন্দা।
পুলিশ বলছে, মাইক্রোবাসটির চালক ঘুমে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
একসাথে সাতটি জীবন হারানো, একটি পরিবারে একসাথে সাতটি শোক...নির্বাক নোয়াখালী, বাকরুদ্ধ লক্ষ্মীপুর। আপনারাও সতর্ক থাকুন—ড্রাইভারের ঘুম মানেই মৃত্যুর ফাঁদ হতে পারে। এই ট্র্যাজেডি আর যেন কোনো পরিবারে না নামে, আমাদের সবাইকেই হতে হবে সচেতন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।