রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ফেনীতে পাঁচ সাংবাদিক হত্যার ‘গাজীপুর স্টাইল’ পরিকল্পনা, অভিযুক্ত ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১২:০২

ছবি: সংগৃহীত

ফেনীর পাঁচ সাংবাদিককে ‘গাজীপুর স্টাইলে’ হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। এই পরিকল্পনার বিস্তারিত উঠে এসেছে ‘একতাই শক্তি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে—যেখানে সরাসরি নাম উল্লেখ করে হামলার কথা বলা হয়েছে।

গতকাল শনিবার রাতে বাসস ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের ওসি মোহাম্মদ সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

টার্গেট তালিকায় রয়েছেন—শাহাদাত হোসেন, যমুনা টিভির আরিফুর রহমান, আরিফ আজম, এনটিভি অনলাইনের জাহিদুল আলম রাজন, এখন টিভির সোলায়মান হাজারী ডালিম।

চ্যাটে সাইফ উদ্দিন লিখেছেন—আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালের চান্স নেওয়া, শাহাদাত, আরিফ, রাজন—এদের যে কারোর বিরুদ্ধে।

অন্যদিকে সাহেদ অভি হুমকি দিয়েছেন—১০ বছর পর হলেও ছাড় নেই, মাটির নিচে থাকলেও তুলে আনব। অভিযোগে বলা হয়েছে—এই গ্রুপের অ্যাডমিন ও সদস্যদের মধ্যে আছেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা, যাদের অনেকেই হত্যাসহ নানা মামলায় পলাতক।

এদিকে হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় জেলায় সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়েছে। সাংবাদিক ইউনিয়ন ফেনী এবং স্থানীয় প্রবীণ সাংবাদিকরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে—তারা আগেই গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য পেয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আর সাইবার সেলের মাধ্যমে তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক হত্যার হুমকি শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্যও এক মারাত্মক হুমকি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top