উপকূলে বৃষ্টি বাড়তে পারে ১৩ আগস্ট থেকে, সাগরে লঘুচাপের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১৬:৪৭

সাগরে ফের লঘুচাপের আশঙ্কা! বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে— আগামী ১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
সোমবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার এ তালিকায় যুক্ত হবে চট্টগ্রাম, আর তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৩ আগস্ট থেকে লঘুচাপের কারণে বৃষ্টিপাত আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাই উপকূলীয় এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ঢাকায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সপ্তাহজুড়ে আবহাওয়া থাকবে বৃষ্টি নির্ভর। এখন প্রশ্ন— এই লঘুচাপ কি ঘূর্ণিঝড়ে রূপ নেবে? আপাতত সে ধরনের কোনো সতর্কতা নেই, তবে পরিস্থিতি নজরদারিতে রেখেছে আবহাওয়া অধিদফতর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।