ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানা ধ্বংস, জরিমানা ও জব্দ
আতাউর রহমান | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১৩:০১

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিকের কাঁচামাল জব্দ করেছে র্যাব। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র্যাব, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ভুইঘরে তিনটি নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পেয়ে সকাল থেকে র্যাব সদস্যরা সেখানে অবস্থান নিয়েছিলেন। পরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান সম্পন্ন হয়।
এই সময় সোহাগ পলিথিন নামে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিকের দানা এবং ৭২৫ কেজি অবৈধ পলিথিন। আল মদিনা কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া আব্বাসিয়া পলিমার কারখানাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর পশ্চিম দেভোগের আজাদ প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারি কমিশনার তারিকুল ইসলাম জানান, এই অভিযান ও জরিমানার মাধ্যমে অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে কঠোর বার্তা দেওয়া হলো। র্যাব এবং প্রশাসনের এই উদ্যোগে পরিবেশ রক্ষা এবং অবৈধ কারখানার বিরুদ্ধে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।