শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সাভারে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার র‌্যাবের

গোলাম মোস্তফা | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১৭:৪৫

ছবি: সংগৃহীত

সাভারে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্প। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারপুর, দেওয়ানবাড়ি ও আশুলিয়ার পাড়াগ্রামে একযোগে অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়—বলিয়ারপুর থেকে গ্রেপ্তার হয় কুখ্যাত সন্ত্রাসী আল-আমিন, যে একাধিকবার পুলিশের গুলি এড়িয়ে পালিয়েছে। দেওয়ানবাড়ি থেকে ধরা হয় তার সহযোগী জুয়েল এবং পাড়াগ্রাম থেকে রাজিব হোসেন।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি।

র‌্যাবের ভাষ্য—গ্রেপ্তার আসামিরা আন্তঃজেলা সন্ত্রাসী চক্রের সদস্য। তারা দেশি-বিদেশি অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাড়িঘরে ডাকাতি এবং মহাসড়কে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানে ডাকাতির সাথে জড়িত।

তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাতের এই অভিযানে ধরা পড়েছে সাভারের কুখ্যাত সন্ত্রাসী চক্র। র‌্যাব বলছে—এমন অভিযান চলবে অব্যাহতভাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top