রাবিতে যৌন নিপীড়নকারী অধ্যাপকের বহিষ্কার দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৬:৪৬

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ১১ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসিক সুরক্ষা, নির্যাতনকারীর স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় বিচার।

শিক্ষার্থীরা বলেন, একজন নারী শিক্ষার্থী যদি শিক্ষকের কাছেই নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপদ থাকবে? তাই যৌন নিপীড়নকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীকে রক্ষা করতে না পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top