মওলানা ভাসানী সেতুর উদ্বোধন কাল, খুলছে উন্নয়নের দুয়ার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৭:০৬

রাত পোহালেই তিস্তার ওপর নির্মিত স্বপ্নের মওলানা ভাসানী সেতু উদ্বোধন হতে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর পর্যন্ত তিস্তার বুকে নির্মিত হয়েছে ১৪৯০ মিটার দীর্ঘ এ মহাসেতু।
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার সেতুটি উদ্বোধন করবেন। ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার ব্রিজ। লম্বা ১৪৯০ মিটার, প্রস্থ ৯.৬০ মিটার, ২ লেনের এই সেতুর স্প্যান সংখ্যা ৩১টি।
সেতুটি চালু হলে গাইবান্ধা ও কুড়িগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন। স্বল্প সময়ে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে, গড়ে উঠবে নতুন শিল্প-কারখানা।
এছাড়া শিক্ষা, কর্মসংস্থান ও পর্যটনের নতুন সুযোগ তৈরি হবে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব কমবে প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার। এ শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্ত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।