চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা কমিটির মাসিক সভায়।
উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস প্রতিরোধ, আইসিটি ও যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের আলোকে এই প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম প্রস্তাব রাখেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন জানান, বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সকল স্কুল-কলেজে রেজুলেশন পাঠানো হবে।
তিনি আরও বলেন, স্কুল-কলেজ পরিচালনা কমিটির সক্রিয় অংশগ্রহণ থাকলে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ করা সম্ভব হবে। সভায় আরও আলোচনা হয়, টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুম কেন্দ্রিক সার সরবরাহ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।