বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

নকলায় এনসিপি উপজেলা কমিটি থেকে ১৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৬:৪৩

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপির উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ১৫ নেতা। পদত্যাগকারীদের মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়ক এবং ১০ জন সদস্য রয়েছেন।

যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম জানান, কমিটির প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির ‘অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য’। এছাড়া, কমিটিতে ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন হয়নি। তাই তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

এ সংক্রান্ত পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। জেলা কমিটি বিষয়টি নিয়ে বসবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে।

১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী হিসেবে ৩২ সদস্যের কমিটি অনুমোদন করেছিল। শেরপুরের এনসিপিতে পদত্যাগের এই ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top