স্কুলের বেঞ্চ ছেড়ে বাবার টুলে, রূপলালের ছেলে জয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

রংপুরের তারাগঞ্জে নবম শ্রেণির ছাত্র জয় রবিদাস এখন স্কুলের বই–খাতা ছেড়ে বাবার টুলে বসেছেন। তার বাবা রূপলাল রবিদাস, যিনি পেশায় ছিলেন জুতা সেলাইকারী, গত ৯ আগস্ট ভ্যানচোর সন্দেহে পিটিয়ে নিহত হন।
জয় এখন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জুতা সেলাই ও রং কাজ করে পরিবারে আয়ের ব্যবস্থা করছেন। ছোট বোনদের পড়াশোনার দায়িত্বও তার কাঁধে। জয় বলছেন, বাবার স্বপ্ন ছিল তাকে শিক্ষক হিসেবে দেখতে, কিন্তু এখন সংসারের দায়বোধে সে সুই–হাতুড়ি নিয়েছেন।
পরিবারের কষ্টে জয়কে সাহায্য করতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এক লাখ টাকা সহায়তা দিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তারা জয়কে পড়াশোনায় সহায়তা করবে যাতে সে ক্লাস–পরীক্ষায় অংশ নিতে পারে।
পুলিশ ঘটনার ছয়জনকে গ্রেপ্তার করেছে, বাকি আসামিদের ধরা চলছে। স্থানীয়রা এই ঘটনা নিয়ে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছেন। রূপলালের মৃত্যু ও জয়ের সংগ্রাম দেখায়, শিশু শ্রম ও সঠিক প্রতিকার ছাড়া পরিবার কতটা বিপদের মুখোমুখি হতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।