নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান—আমির খসরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৮

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কাজীর দেউরীতে সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন—গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন প্রথম কাজ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তার মন্তব্য—ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবেই। নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। স্বাস্থ্য ও শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান—বিএনপি দায়িত্ব পেলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে হবে, আর দক্ষতা ও শিক্ষায় বড় বিনিয়োগ আসছে।
তিনি আরও বলেন—তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে ফ্যাসিস্টমুক্ত। জনগণকে নিয়ে অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা হবে। প্রত্যেক মানুষ উন্নয়নে অংশ নেবে।
নেতাকর্মীদের উদ্দেশে খসরু বলেন—গ্রামে গিয়ে খালকাটা প্রকল্প হাতে নিতে হবে, ৩০ কোটি গাছ লাগাতে হবে। এদিন সমাবেশে অন্য নেতারাও ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির ডাক দেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।