শাহবাগে অসুস্থ হয়ে চ্যানেল এস-এর সাংবাদিক তরিক শিবলীর মৃত্যু
সুজন হাসান | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১

রাজধানীর শাহবাগে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী (৪০)।আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে ডাকসু নির্বাচনের সংবাদ কভার করতে গিয়ে শাহবাগ থানাধীন কার্জন হলের সামনে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুপুর ১টা ২৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
তরিক শিবলীর বাড়ি রাজধানীর উত্তরা তুরাগের দিয়াবাড়ি এলাকায় (রোড-২, হাউস-১২)। দীর্ঘদিন ধরে তিনি গণমাধ্যমে কাজ করছিলেন এবং সর্বশেষ চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সহকর্মীরা জানিয়েছেন, মৃত্যুর খবরে সাংবাদিক সমাজ শোকাহত হয়ে পড়েছে। তাঁরা প্রয়াত সহকর্মীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।