মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:১০

সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের সিংগাইর শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে সিংগাইর শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটিতে আগুন লাগে।

ব্যাংক কর্মকর্তারা জানান, রাতের অন্ধকারে হঠাৎ শাখায় আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ধোঁয়া দেখে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংগাইর শাখার ব্যবস্থাপক মো. রমজান আলী বলেন, “রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণের আগেই কিছু গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।”

সিংগাইর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট পাঠাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top