শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৮

সংগৃহীত

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর হতাহত যাত্রীদের উদ্ধার করে ঢাকার সদরঘাটে আনা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, লঞ্চ সংঘর্ষের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।

নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে।

বিস্তারিত আসছে…

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top