শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীম গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২

সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

র‌্যাবের দাবি, চাহিদামতো মাদক সরবরাহ না করায় ক্ষিপ্ত হয়ে শামীম সরদার ওরফে ডিকে শামীম নিজেই মোতালেব শিকদারের ওপর গুলি চালায়। এ ঘটনায় শামীমের সহযোগীসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম শনিবার বিকেলে খুলনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকা থেকে হত্যাচেষ্টার সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ সন্ত্রাসী শামীম এবং তার সহযোগী মাহাদিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২২ ডিসেম্বর সকাল ৭টার দিকে শামীমসহ ৪–৫ জন তন্বীর বাসায় যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মোতালেব শিকদার, তন্বীর স্বামী তানভীর ও অন্যান্য কয়েকজন। মাদক (ইয়াবা) সরবরাহ না পাওয়ায় শামীম মোতালেবের মাথায় গুলি চালায়। ঘটনার পর দ্রুত স্থান ত্যাগ করা হয়।

মেজর নাজমুল ইসলাম বলেন, শামীম সোনাডাঙ্গার শীর্ষ সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই হত্যাচেষ্টার মূল কারণ মূলত সোনাডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও অর্থের বিরোধ।

এদিকে, আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা গত ২৩ ডিসেম্বর সোনাডাঙা মডেল থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগে জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব তনিমা ওরফে তন্বী এবং অজ্ঞাত ৬–৭ জনের নাম উল্লেখ করা হয়। পরে নগর গোয়েন্দা পুলিশ তনিমাকে গ্রেপ্তার করে, এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-র কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অন্যদের গ্রেপ্তার ও মূল রহস্য উন্মোচনে অভিযান চলমান আছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top