ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশনকে সব সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫
ভোলা সরকারি স্কুল মাঠে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটের গাড়ি উদ্বোধনকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিগত সময়ে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু ভোটের জন্য সরকার খুবই সিরিয়াস এবং নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি বলেন, “কেউ যাতে কোনো গণ্ডগোল করতে না পারে, সে ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যদি কোনো স্থানে সমস্যা হয়, সেখানে ভোট বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক রাজনৈতিক দলের কাজ হলো মানুষকে ভোটদানে উৎসাহিত করা।”
তৌহিদ হোসেন আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে দীর্ঘদিন ধরে অনেক মানুষ, বিশেষ করে ৩০ বছরের নিচের যুবকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এই নির্বাচনে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একটি ছোট তালিকা প্রস্তুত করা হয়েছে, যা জনগণের গণভোটের মাধ্যমে পর্যালোচনা করা হবে।
ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।