মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৬:২৪

বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যু নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা ও পদক্ষেপ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০) মারা গেছেন—এমন অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত শামসুজ্জামান ডাবলু জীবননগর উপজেলা শহরের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা এবং জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা একটি অভিযান পরিচালনা করেন। ওই সময় ডাবলু একটি ওষুধের দোকানে অবস্থান করছিলেন। পরে তাকে পাশের নিজস্ব কার্যালয়ের ভেতরে নিয়ে রাখা হয়।

রাত ১২টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। এতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে শামসুজ্জামান ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।

অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের উপস্থিতিতে জীবননগর থানার পুলিশ শামসুজ্জামানের মরদেহের সুরতহাল সম্পন্ন করে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন,
“পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসপি স্যারসহ আমরা ঘটনাস্থলে রয়েছি।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top