বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর ফাঁকা মাঠে লড়াই

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে লড়বেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২১ জানুয়ারি) উচ্চ আদালত বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিট খারিজ করলে তিনি আসন্ন নির্বাচনে লড়তে পারছেন না। এতে অনেকটা ফাঁকা মাঠ পেয়ে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ।

জানা যায়, বিএনপি বা অন্য কোনো স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থী এবার মনোনয়ন নেননি। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ মনোনয়ন প্রত্যাহার করেছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন না পাওয়ায় তিনি নিজেও মনোনয়ন নেননি।

বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। হাসনাত আবদুল্লাহ – শাপলা কলি, মো. জসীম উদ্দিন (গণঅধিকার পরিষদ) – ট্রাক, ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) – আপেল, মোহাম্মদ মজিবুর রহমান দেওয়াল (খেলাফত মজলিস) – ঘড়ি, মো. আব্দুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – হাতপাখা, হাসনাত আবদুল্লাহ জুলাই গণ-অভ্যুত্থানের একজন পরিচিত যোদ্ধা হিসেবে এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বীর অভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top