শেষ বিছানায়ও পাশাপাশি চিরঘুমে মা-ছেলে

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩১

কারাবন্দি ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী ও তার শিশুর কবর । সংগৃহীত

কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশুসন্তানের দাফন শনিবার রাতে সম্পন্ন হয়েছে।

জানাজা শেষে মা ও শিশুর মরদেহ বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নারীর বাবা শেখ রুহুল আমিন।

কারাবন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম শুক্রবার দুপুরে স্ত্রীর ও শিশুর মৃত্যুর পরও প্যারোলে মুক্তি পাননি। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট তিনি স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। স্বজনদের আবেদনের পরও প্যারোলে মুক্তির অনুমতি না মিললেও, মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয়সহ মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়। সেখান থেকে জুয়েল হাসান সাদ্দাম প্রায় পাঁচ মিনিট দূর থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে পান।

পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন কানিজ সুবর্ণা। পুলিশ জানায়, তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন এবং শিশুর মরদেহ মেঝে থেকে পাওয়া যায়।

নিহত নারীর বাবা শেখ রুহুল আমিন বলেন, “আমার মেয়ে ও নাতিকে নিয়ে তারা বিকেল ৫টায় যশোর কারাগারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে পৌঁছানো হয় এবং ১১টা ২০ মিনিটে জানাজা সম্পন্ন হয়। রাত ১২টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।”

নিহত নারীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং তিনি বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top