বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আরিফুলের ৪ ছক্কায় দুর্দান্ত জয় খুলনার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৩:১৩

স্পোর্টস ডেস্ক:

ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে আরিফুলের ৪ ছক্কায় দুর্দান্ত জয় পেলো জেমকন খুলনা। ফরচুন বরিশালের ১৫৩ রানের টার্গেট ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় জেমকন খুলনা।

তবে দল জিতলেও নিষেধাজ্ঞা শেষে ফেরার ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেন নি অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ান ডাউনে নেমে ১৩ বলে ১৫ রান করেই আউট হয়ে যায় সাকিব।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন মেহেদি মিরাজ। পারভেজ ইমনকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক তামিম ইকবাল। এদিন ১৫ বলে মাত্র ১৫ রান করে তামিম।

এদিকে, ৪২ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন যুব বিশ্বকাপজয়ী ইমন। বল হাতে আক্রমণে এসে নিজের ২য় ওভারেই আফিফের উইকেট তুলে নেন সাকিব। তৌহিদ হৃদয়ের ২৭ ও অঙ্কনের ২১ রানে, সব মিলিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৫২ রান।

জবাবে নদের বোলিং তোপে পড়ে জেমকন খুলনা। বিজয় ৪ এবং ইমরুল আউট হন ০ রানে। মাহমুদউল্লাহ, মিরাজের শিকার হয়ে ফিরে যান ১৭ রানে। মাঝে জহুরুল ইসলাম দায়িত্ব নিয়ে খেলেছেন। তবে রাব্বি ব্যক্তিগত ৩১ রানে তাকে সাজঘরে পাঠান।

এদিকে শামীম হোসেনের ১৮ বলে ২৬ রানের ইনিংস খুলনাকে জয়ের স্বপ্ন দেখায়। মেহেদি মিরাজের ওভারে ৪ ছক্কায় দলের জয় নিশ্চিত করেন আরিফুল। ৪৮ রান করে ম্যাচ সেরাও হন এই ব্যাটসম্যান।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top