সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ভয়ংকর মাদক আইসসহ সংগীতশিল্পী গ্রেপ্তার

রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইসসহ এক জনপ্রিয় সংগীত শিল্পীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম এনামুল কবির রেবেল। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী। 

খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে। এনামুল কবিরকে গ্রেপ্তারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top