আগামী সরকারের জন্য ৪৪৫ কোটি টাকায় ২৮০ গাড়ি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০টি বিলাসবহুল গাড়ি। প্রতিটি মিতসুবিশি পাজেরো কিউএক্সের দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে শুধু মন্ত্রীদের গাড়ি কিনতেই খরচ হবে ১০১ কোটি টাকা।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে আরও ২২০টি গাড়ি। এর মধ্যে ১৯৫টি পাজেরো আর ২৫টি মাইক্রোবাস। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের খরচ হবে প্রায় ৪৪৫ কোটি টাকা।
অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরে গাড়ি কেনায় কৃচ্ছ্রসাধনের নির্দেশ দিলেও সেই নিয়ম উপেক্ষা করে নেওয়া হলো এই সিদ্ধান্ত।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—আগামী মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬০ হবে, সেটা অন্তর্বর্তী সরকার কীভাবে জানল? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, এ সিদ্ধান্ত বর্তমান সরকারের দায়িত্ব নয়, তাই এটি অবিলম্বে বাতিল করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান আইন অনুযায়ী মন্ত্রীদের জন্য কেবল কার কেনা যাবে। জিপ কিনতে হলে আইন সংশোধন করতে হবে। তবুও সরকারি যানবাহন অধিদপ্তর প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে সরাসরি এই গাড়িগুলো কেনার প্রক্রিয়া শুরু করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।