দরপতনে শুরু সপ্তাহ, টানা দ্বিতীয় দিন কমল শেয়ারবাজার
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর ফলে কমেছে সবকটি মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণ। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেই শেয়ারবাজারে এই দরপতন দেখা গেল।
ডিএসইতে দিনের লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে আধাঘণ্টা পার হওয়ার আগেই দরপতনের তালিকা বড় হতে থাকে। শেষদিকে এসে পতনের মাত্রা আরও বেড়ে যায়। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমার পাশাপাশি সবকটি সূচক কমে দিনের লেনদেন শেষ হয়।
দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় ছিল মাত্র ৪৮টি প্রতিষ্ঠান। বিপরীতে ২৯২টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি হিসেবে পরিচিত ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টির শেয়ারদর বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।
১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের কোম্পানিগুলোর মধ্যে ৯টির শেয়ারদর বেড়েছে, ৬৫টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৮টির দাম বেড়েছে, ৭৪টির কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
তালিকাভুক্ত ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫টির দর বেড়েছে, ১৫টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৬ পয়েন্টে এবং বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৭ পয়েন্টে নেমে এসেছে।
সবকটি সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৪১৩ কোটি ১৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার তুলনায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা কম।
লেনদেনের শীর্ষে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৩ লাখ টাকার। দ্বিতীয় অবস্থানে থাকা সায়হান কটনের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭৪ লাখ টাকা এবং ১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।
এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে মন্নু ফেব্রিক্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রহিমা ফুড, ডমিনেজ স্টিল বিল্ডিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওরিয়ন ইনফিউশন ও একমি পেস্টিসাইড।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমেছে। লেনদেনে অংশ নেওয়া ১৬১ প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দাম বেড়েছে, ৯৮টির কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ কোটি ১৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১২ কোটি ৪০ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।