২০২৫ সালে ঢালিউড অভিনেত্রীদের আলোচিত মুহূর্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩
ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে ২০২৫ সালে দর্শকরা দেখেছেন নানা ঘরানার সিনেমা ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়। দীর্ঘ বিরতির পর ফেরার পাশাপাশি নতুন রূপে হাজির হয়েছেন অনেক অভিনেত্রী। চলুন, দেখি কোন অভিনেত্রী কেমন আলোচিত ছিলেন।
জয়া আহসান:
কলকাতার ব্যস্ত কাজের মধ্যেও জয়া আহসান দেশীয় তিনটি সিনেমায়—‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘উৎসব’—অভিনয় করেছেন। প্রতিটি সিনেমায় ভিন্ন মেজাজে অভিনয় করে তিনি বছরের বড় চমক হয়ে উঠেছেন।
ইধিকা পাল:
ইধিকা পাল শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’ সিনেমায় সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় ও শাকিব–ইধিকার রসায়নও দর্শকদের নজর কাড়ে।
মেহজাবীন চৌধুরী:
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ‘সাবা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করে নতুন রূপে দর্শকের সামনে এসেছেন। প্রতিদিনের সংগ্রাম, অসুস্থ মায়ের যত্ন এবং মানসিক ভাঙনের মুহূর্তগুলো তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
শবনম বুবলী:
‘জংলি’ সিনেমায় ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে সাবলীল অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত জীবন ও শুটিং নিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।
পূজা চেরী:
শিশুশিল্পী হিসেবে শুরু করা পূজা ‘টগর’ সিনেমায় বাস্তবধর্মী জয়িতা চরিত্রে অভিনয় করেছেন। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা এবং নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকা তাকে আলোচনায় রাখে।
নুসরাত ফারিয়া:
‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গান সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে জুলাই মাসে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার ঘটনা এবং পরে জামিনে মুক্তি পাওয়া বছরজুড়েই তাকে আলোচনায় রাখে।
তমা মির্জা:
‘দাগি’ সিনেমায় জেরিন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তার রাগ, ক্রোধ ও অসহায়ত্বের মিশ্রণ দর্শককে ছুঁয়ে গেছে।
আজমেরী হক বাঁধন:
‘রেহানা মরিয়ম নূর’-এর পর বাঁধনের ফেরার সিনেমা ‘লিনা’ চরিত্রে নন–গ্লামারাস পুলিশ কর্মকর্তার ভুমিকায় প্রতিকূলতার সঙ্গে লড়াই এবং অ্যাকশন দৃশ্যে দর্শককে মুগ্ধ করেছেন।
তাসনিয়া ফারিণ:
‘ইনসাফ’ সিনেমায় প্রথম মূলধারার বাণিজ্যিক অভিজ্ঞতা পেলেন। গ্লামারাস উপস্থিতি ও শাকিব খানের সঙ্গে রসায়ন মিলিয়ে আলোচনায় ছিলেন। প্রযোজনা ও নতুন গানেও সক্রিয় ছিলেন।
সাবিলা নূর:
১০ বছরের ক্যারিয়ারের পর মূলধারার সিনেমায় ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে রসায়ন দেখিয়ে আলোচনার বিষয় হয়ে ওঠেন।
২০২৫ সালে ঢালিউডে এই অভিনেত্রীদের ভিন্নধর্মী চরিত্র এবং ক্যারিয়ারের নানা রূপ দর্শকদের নজর কাড়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।