শুভর সঙ্গে আবার জুটি বাঁধতে চান বিন্দু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫
বিনোদন জগতের ছোট ও বড়পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী আফসান আরা বিন্দু এক সময় নিয়মিত দেখা যেত। অসংখ্য টিভি নাটক এবং ঢালিউড সিনেমায় কাজ করে তিনি দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু ২০১৪ সালের পর বিন্দুকে পর্দায় আর দেখা যায়নি, এমনকি সামাজিক মাধ্যমেও ছিলেন অনুপস্থিত।
প্রায় এক দশক পর, ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন রূপে ফিরে আসেন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়ায় এবং পুরোনো জুটির রসায়ন নতুন করে আলোচনায় আসে।
ক্যারিয়ারের শুরুর দিকে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন বিন্দু। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’ ও ‘এই তো প্রেম’-এর মতো সিনেমায় কাজ করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। বিশেষ করে ‘এই তো প্রেম’-এ ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় তাকে আলোচনার কেন্দ্রে এনে দেয়।
সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অতিথি হয়ে উপস্থিত ছিলেন আফসান আরা বিন্দু। সেখানে তিনি নিজের অভিনয়জীবন, দীর্ঘ বিরতি ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গে কথা বলেন। আরেফিন শুভর সঙ্গে পর্দার রসায়ন প্রসঙ্গে তিনি বলেন, “পর্দায় তার সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো—এটা সত্যি। এই রসায়ন আসে আমাদের পারস্পরিক বোঝাপড়া থেকে।”
প্রেম ভাঙার প্রশ্নের উত্তরে বিন্দু বলেন, “কেন প্রেম ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন নয়। আমরা কাজকে এতটাই ভালোবাসতাম যে অন্য কিছু ভাবার সময়ই ছিল না। ভবিষ্যতে সুযোগ এলে আবারও শুভর সঙ্গে কাজ করতে চাই।”
উল্লেখ্য, আফসান আরা বিন্দু ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখেন। তার সৌন্দর্য, সাবলীল অভিনয় এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি অল্প সময়েই দর্শকের মন জয় করে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।