শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮

সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতি শেষে আবারও বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’–এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এই সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে একেবারেই নতুন রূপ ও ভিন্ন গেটআপে, যা তার ক্যারিয়ারের জন্যও একটি আলাদা চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।

বর্তমানে সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অপু বিশ্বাসের অংশের প্রায় ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই বাকি অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্মাণ ও গল্প—দুই দিক থেকেই সিনেমাটিতে বেশ কিছু চমক থাকছে, যা দর্শকদের জন্য আলাদা আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

দেরিতে ফেরার বিষয়ে অপু বিশ্বাস মনে করেন, তিনি পরিকল্পিতভাবেই সময় নিয়েছেন ভালো কাজের জন্য। নিজের প্রত্যাশা অনুযায়ী একটি মানসম্মত সিনেমা পেয়ে তিনি সন্তুষ্ট। সিনেমাকেই নিজের পরিচয়ের মূল জায়গা হিসেবে উল্লেখ করে তিনি মনে করেন, এই মাধ্যমের কারণেই তিনি আজ দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

সজলের সঙ্গে প্রথমবার জুটি

‘দুর্বার’ সিনেমার অন্যতম আকর্ষণ হলো অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলের উপস্থিতি। এই নতুন জুটি নিয়ে বেশ আশাবাদী অপু বিশ্বাস। সজলকে তিনি একজন বিনয়ী ও দক্ষ অভিনেতা হিসেবে দেখছেন এবং তাদের কাজের অভিজ্ঞতা শুরু থেকেই ইতিবাচক বলে জানা গেছে। দর্শকরা এই সিনেমার মাধ্যমে তাদের একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পরিচালকের প্রতি আস্থা

পরিচালক কামরুল হাসান ফুয়াদকে একজন মেধাবী নির্মাতা হিসেবে মূল্যায়ন করছেন অপু বিশ্বাস। গল্প নির্বাচন থেকে শুরু করে নির্মাণের প্রতিটি ধাপে তার যত্ন ও মনোযোগ স্পষ্টভাবে ফুটে উঠছে বলে মনে করছেন তিনি। ভিন্ন গল্প ও পরিণত নির্মাণশৈলীর কারণে ‘দুর্বার’ দর্শকদের জন্য একটি উপভোগ্য থ্রিলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, অপু বিশ্বাসের প্রত্যাবর্তন, নতুন জুটি এবং ভিন্নধর্মী গল্প—এই তিন উপাদানেই সিনেমা ‘দুর্বার’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top