আত্মজীবনীতে নিজেকে নতুন করে তুলে ধরলেন অঞ্জন দত্ত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪২
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। অভিনয় করেছেন বহু খ্যাতিমান পরিচালকের ছবিতে, আবার নিজেও নির্মাণ করেছেন একাধিক চলচ্চিত্র। নিয়মিত লেখালেখির মধ্য দিয়ে নিজের জীবন, সময় ও অভিজ্ঞতাকে তুলে ধরার চেষ্টাও করে আসছেন তিনি।
এতদিন অঞ্জন দত্তের জীবনের নানা গল্প উঠে এসেছে কখনো তাঁর নিজের লেখায়, কখনো অন্যদের কলমে। তবে এবার সেই স্মৃতিগুলো আরও গুছিয়ে, নিজের ভাষায় তুলে ধরতেই আত্মজীবনী লিখেছেন এই শিল্পী।
আগামীকাল অঞ্জন দত্তের জন্মদিন। এদিন তিনি ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দেবেন। এর আগেই, গত ১৫ জানুয়ারি দে’জ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তাঁর লেখা আত্মজীবনী ‘অঞ্জন নিয়ে’।
বইটির প্রকাশ উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তাঁর হাতেই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপর্ণা সেন ও অঞ্জন দত্ত।
ছবি: সংগৃহীত
বইটি প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, এই বয়সে এসে আত্মজীবনী লেখাকেই তিনি সবচেয়ে উপযুক্ত মনে করেছেন। তাঁর ভাষায়, “পরে হয়তো অতিরিক্ত আবেগ কাজ করতে পারে বা নিজের রসবোধ নষ্ট হয়ে যেতে পারে। তাই এখনই সত্যিটা লেখার সিদ্ধান্ত নিয়েছি।”
আত্মজীবনীতে উঠে এসেছে অঞ্জন দত্তের ব্যক্তিগত জীবন, শিল্পী হয়ে ওঠার পথচলা, কাজের অভিজ্ঞতা এবং মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে কাটানো নানা স্মৃতি। পাশাপাশি রয়েছে বিদেশে কাজ করার অভিজ্ঞতা ও কম জানা কিছু অধ্যায়।
অঞ্জনের বিশ্বাস, এই বইয়ের মাধ্যমে পাঠকেরা তাঁকে আরও গভীরভাবে, নতুন দৃষ্টিতে চিনতে পারবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।