মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

রোনালদোর মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের এক নম্বর দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ১৯:৩৩

রোনালদোর মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের এক নম্বর দল

ইউরোর দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় রাত ১টায়। বিশ্বের অন্যতম সেরা এই দুই দল মুখোমুখি হচ্ছে সেভিয়ায়।

একদল হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, আর অন্য দল এখনও কোনো শিরোপা না জিতেই ফিফা র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা, বেলজিয়াম। এ বিষয়ে বেলজিয়াম দলের হেড কোচ রবার্তো মার্টিনেজ বলেন, পর্তুগাল সহজ প্রতিপক্ষ হবে না। গত কয়েক মাস ধরে তারা এমন সব ম্যাচের জন্যই তৈরি হয়েছেন।

মার্টিনেজ আরো বলেন, এখন অথবা পরে, কখনও না কখনও তো পর্তুগালের মুখোমুখি হতেই হত। তাই দ্বিতীয় রাউন্ডে রোনালদোদের সঙ্গে দেখা হয়ায় কিছু যায় আসে না বেলজিয়ামের। এ ম্যাচের জন্য বেলজিয়াম সব সময় তৈরি রয়েছে।

অন্যদিকে, পর্তুগালের নকআউটে ওঠার যাত্রা ছিল বেশ কঠিন। হাঙ্গেরিকে ৩-০ গোলে হারানোর পর জার্মানির কাছে ২-৪ গোলে হারতে হয়েছিল রোনালদোদের। শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে শেষ ষোলোর টিকিট পায় পর্তুগাল। রোনালদো দুটি গোল করে দলকে নকআউটের টিকিট এনে দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মাইলফলকও ছুঁয়ে নেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top