রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত ক্যাম্পাস, প্রভিসি-প্রক্টর-শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি

রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় প্রভিসি, প্রক্টর ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে দুপুরে উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ফলে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বাসায় প্রবেশ করতে না পেরে ফিরে আসেন। পরে তারা জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে পিছু নেয়।

জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তা। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে শিক্ষার্থীরা উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে ঘিরে ধরে অবরুদ্ধ করে রাখে। পরে তিনি ভবনের দ্বিতীয় তলায় উঠলেও শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ রাখে।

এ সময় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এখনো ঘটনাস্থলে যাননি। বর্তমানে শিক্ষার্থীরা জুবেরী ভবনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top