মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

তুচ্ছ ঘটনায় ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র খাগান, আহত অর্ধশত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৪

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ার খাগান এলাকায় মোটরসাইকেল থেকে থুতু ফেলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে ফেলা থুতু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগলে তর্কাতর্কির সূত্রপাত হয়। রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে এক হাজারেরও বেশি ড্যাফোডিল শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রক্টরিয়াল টিম ব্যর্থ হলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সংঘর্ষের একপর্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবন ও বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগও উঠে। পুড়িয়ে দেওয়া হয় তিনটি বাস ও একটি প্রাইভেট কার। আরও পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। আতঙ্ক ছড়াতে ফোটানো হয় ককটেলও।

ঘটনার পর এলাকাবাসীর মাঝে চরম ভীতি ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী জানান, রাতভর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়।

এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ফোনে পাওয়া যায়নি। তবে থানার ডিউটি অফিসার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top