মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৯:১৪

সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার যৌক্তিক সময়সূচির দাবিতে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে আন্দোলনে নামেন তারা। এর ফলে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভে অংশ নেওয়া ফলিত রসায়ন ও রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “পিএসসি আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সবাই ছয় মাস প্রস্তুতির সময় পেলেও আমরা পাচ্ছি মাত্র দুই মাস—এ বৈষম্য কেন? যৌক্তিক দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। ঢাকায় আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

কৃষি অনুষদের শিক্ষার্থী আনিকা বলেন, “ছাত্রদল, শিবির, এনসিপি—সবাই বলছে এটা যৌক্তিক আন্দোলন। তাহলে সমাধান মিলছে না কেন? দুই মাসে সিলেবাসই শেষ করা যায় না, সেখানে পরীক্ষা দেব কীভাবে? শহীদ মিনারের সামনে ভাইয়েরা অনশন করছে, তারপরও সমাধান নেই। আমরা চাই—পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষা পেছানো হোক।”

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস স্টেশনে আটকে আছে। অবরোধ শেষ হলে ট্রেনটি ছেড়ে দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top