চ্যাটজিপিটি দিয়ে জাবি জয়ের স্বপ্ন ভঙ্গ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা 'চ্যাটজিপিটি' ব্যবহার করে জালিয়াতির দায়ে মো. মাহমুদুল্লাহ হাসান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী এর আগে একই প্রযুক্তি ব্যবহার করে ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ২৪২তম হয়ে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফট চলাকালে এই ঘটনা ঘটে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন মাহমুদুল্লাহ। পরীক্ষা চলাকালীন মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর বের করার সময় দায়িত্বরত শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন।
আটক মাহমুদুল্লাহ হাসান নীলফামারী জেলার ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল্লাহ স্বীকার করেন যে, গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় তিনি একইভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। সেই পরীক্ষায় তিনি জালিয়াতির মাধ্যমে ২৪২তম স্থান অধিকার করেন। আজ পুনরায় ‘এ’ ইউনিটে একই কৌশলে পরীক্ষা দিতে গিয়ে তিনি ধরা পড়েন।
এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, "বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর আগের মেধা তালিকায় থাকা ফলাফল বাতিল করা হবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে এম রাশিদুল আলম জানান, "আটক শিক্ষার্থীর কাছ থেকে জালিয়াতির প্রমাণাদি জব্দ করা হয়েছে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।