মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ঢাবিতে সান্ধ্যকালীন বাস চালু করলো ডাকসু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:৩৪

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসরুটগুলোতে নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (১২ জানুয়ারি) ভিসি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এ তথ্য জানান। পরে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ফিতা কেটে ট্রিপের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে ও ক্যাম্পাসে সন্ধ্যাবেলায় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাস চলাচলের পাশাপাশি অন্যান্য রুটে নতুন বাস আনা এবং বিদ্যমান ট্রিপ বাড়ানোর পরিকল্পনাও চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাত ও শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top