চাঁদা না দিলে চলবে না, যাত্রাবাড়ী স্ট্যান্ডে আতঙ্কে শরীয়তপুর পরিবহন
মফিজুর রহমান রিপন | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৫:৪৩

ভয়ংকর অভিযোগ শরীয়তপুর পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে! চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ী স্ট্যান্ডে গেলেই ভাঙচুর করা হচ্ছে শরীয়তপুরের বাস! তিন-চার দিন ধরে এই অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। আজ মুখ খুলেছেন মালিক ও শ্রমিক নেতারা।
শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি মো. ফারুক তালুকদার বলেন—যাত্রাবাড়ী থানার যুবদলের এক নেতা ফাহিম আমাদের কাছে ৫ কোটি টাকা চেয়েছে। টাকা না দেওয়ায় ভাঙচুর করেছে, হুমকি দিয়েছে। ফলে আমাদের বাস আর যাত্রাবাড়ীতে রাখতে পারছি না।
শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার আরও বলেন—প্রতিদিন প্রতিটি বাস থেকে ৫০০-১০০০ টাকা করে চাঁদা আদায় করতো তারা। এখন এককালীন ৫ কোটি বা মাসিক ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। গত তিন দিনে অন্তত ২০-২৫টি বাস ভাঙচুর হয়েছে, চালক-শ্রমিক আহত হয়েছে।
তারা প্রশ্ন তুলেছেন—চাঁদাবাজরা কি আজ সরকারের চেয়ে শক্তিশালী হয়ে গেছে? পদ্মা সেতুর শরীয়তপুর অংশে যদি হাজার হাজার মানুষ জড়ো হয়—তখন কী হবে? এই পরিস্থিতিতে যাত্রাবাড়ী রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ। হাজারো যাত্রী চরম ভোগান্তিতে।
শরীয়তপুরের পরিবহন নেতাদের দাবি—চাঁদাবাজদের দমন করতে হবে, প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নাহলে তারা গণপ্রতিবাদে নামবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।