শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে প্রতীকী ম্যারাথন

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১৬:৪৩

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে আয়োজিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকাল ৭টায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথন ওয়াপদা মোড়, কলেজ মোড়, হোটেল বাজার মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

‎প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, তরুণসহ নানা বয়সী মানুষ অংশ নেন। ম্যারাথনের পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শিপন আলী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সদর উপজেলার আহসান হাবীব ও সাজ্জাদ হোসেন।

‎ম্যারাথন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। ৩৬ জুলাই স্মরণে প্রতীকীভাবে ৩৬ জনকে মেডেল প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান।

‎বিজয়ী ও অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “এ ধরনের আয়োজন তরুণদের আরও বেশি উৎসাহিত করবে।”

‎উল্লেখ্য, ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন। প্রতীকী ম্যারাথনটির আয়োজন করে জেলা প্রশাসন, সহযোগিতায় ছিল যুব উন্নয়ন অধিদপ্তর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top