কুড়িগ্রামে নদী পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১১:২৯

কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাটেশ্বরী পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজান থেকে নেমে আসা ঢল ও সম্প্রতি হওয়া বৃষ্টির কারণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষত তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলের কৃষি জমিও পানিতে ডুবে গেছে।
স্থানীয়রা জানাচ্ছেন, চরাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য সময়টি চরম দুশ্চিন্তার। নদীভাঙনের আতঙ্ক ও পানির হঠাৎ বৃদ্ধি মানুষের জীবনযাত্রায় বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। চর বিষ্ণুপুর এলাকার শামসুল হক জানিয়েছেন, চরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং রোপা আমনের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসন বন্যাপ্রবণ ছয়টি উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে—ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী এবং চর রাজীবপুরে।
এই কন্ট্রোল রুমগুলো বন্যার সার্বিক পরিস্থিতি তদারকি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তাই, নিম্নাঞ্চলের মানুষদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।