রাজশাহীতে লাগাতার অবস্থান কর্মসূচিতে বিএডিসি শ্রমিকরা
আজিজুল ইসলাম | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৬:৫৩

সোমবার সকাল থেকে রাজশাহী বিএডিসি কার্যালয়ের সামনে কয়েকশ শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরা জানান, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও ছয় বছরেও স্থায়ীকরণ হয়নি।
বরং অর্থ মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় মাসিক বেতনের বদলে মাত্র ২২ দিনের মজুরি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। শ্রমিকদের দাবি, এটি শোষণ ও প্রতারণার শামিল।
ফেডারেশনের নেতারা বলেন, বীজ উৎপাদন, সংরক্ষণ, সেচসহ নানা গুরুত্বপূর্ণ কাজে বছরের পর বছর কাজ করেও তাঁদের সাময়িক শ্রমিক বানানো হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শ্রমিক ফেডারেশন জানিয়েছে, আলোচনার পথ খোলা রেখেই তাঁরা লাগাতার কর্মসূচি চালাবেন। তবে বিএডিসি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।