মওলানা ভাসানী সেতুর উদ্বোধন কাল, খুলছে উন্নয়নের দুয়ার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৭:০৬

ছবি: সংগৃহীত

রাত পোহালেই তিস্তার ওপর নির্মিত স্বপ্নের মওলানা ভাসানী সেতু উদ্বোধন হতে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর পর্যন্ত তিস্তার বুকে নির্মিত হয়েছে ১৪৯০ মিটার দীর্ঘ এ মহাসেতু।

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার সেতুটি উদ্বোধন করবেন। ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার ব্রিজ। লম্বা ১৪৯০ মিটার, প্রস্থ ৯.৬০ মিটার, ২ লেনের এই সেতুর স্প্যান সংখ্যা ৩১টি।

সেতুটি চালু হলে গাইবান্ধা ও কুড়িগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন। স্বল্প সময়ে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে, গড়ে উঠবে নতুন শিল্প-কারখানা।

এছাড়া শিক্ষা, কর্মসংস্থান ও পর্যটনের নতুন সুযোগ তৈরি হবে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে কুড়িগ্রামের দূরত্ব কমবে প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার। এ শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top