ফরিদগঞ্জে অনলাইন জুয়ার ভয়াবহতা: শিক্ষার্থী ও তরুণরা সর্বাধিক ঝুঁকিতে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২

ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, লোভে পড়ে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণরা এই জুয়ার নেশায় ভুগছেন। এর ফলে বাড়ছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ জুয়ার দিকে ঝুঁকছেন। কৌতূহলবশত শুরু হওয়া খেলা নেশায় পরিণত হচ্ছে; প্রথমে লাভ হলেও পরবর্তীতে হাজার হাজার টাকা হারানো স্বাভাবিক হয়ে গেছে। ফরিদগঞ্জে সবচেয়ে বেশি ১০–১২ ধরনের অ্যাপে জুয়া খেলা হয়।

এই সব অ্যাপসের অধিকাংশই পরিচালনা করা হয় রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। বাংলাদেশে এদের এজেন্টরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান-প্রদান ও বিদেশে অর্থ পাঠানোর কাজ করে।

এক কলেজ শিক্ষার্থী জানান, মাত্র ৩৬ টাকা বিনিয়োগে তিনি ৩ হাজার টাকা জিতেছিলেন। এরপর নেশায় পড়ে গত ছয় মাসে বাবার দেওয়া মোটরসাইকেল বিক্রি করেছেন। অন্য একজন অটোরিকশাচালক বলেন, “প্রথমে জেতানো হয়, তারপর আসক্তি তৈরি হলে একের পর এক টাকা হারাতে হয়। তখন আর বের হওয়ার পথ থাকে না।”

রূপসা উত্তর ইউনিয়নের এক গৃহবধূ জানান, তার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঘরের জিনিসপত্র বিক্রি করতেন। প্রতিবাদ করলে তিনি শারীরিক নির্যাতনের শিকার হতেন এবং শেষ পর্যন্ত পারিবারিক বিচ্ছেদ ঘটে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি নজরে এসেছে এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা সচেতন হলে অনলাইন জুয়া কমানো সম্ভব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top