মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০০:০৬

সংগৃহীত

হজ কার্যক্রমের আওতায় হজ নিবন্ধনের অর্থ জমা গ্রহণ নিশ্চিত করতে আগামী শনিবার, ১৮ অক্টোবর নির্দিষ্ট ব্যাংক শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী আমানতকারীরা যতক্ষণ ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোকে অর্থ গ্রহণের কার্যক্রম চালিয়ে যেতে হবে।

‎প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গ্রাহক সেবা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top