মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ট্রাম্পের জলবায়ু নীতি: ১৩ লাখ অতিরিক্ত মৃত্যু ঝুঁকি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:২৩

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ জলবায়ু নীতি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য বড় হুমকি হিসেবে ধরা হচ্ছে। প্রোপাবলিকা ও দ্য গার্ডিয়ানের যৌথ বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং নির্গমন নিয়ন্ত্রণ শিথিল করার ফলে আগামী দশকে অতিরিক্ত কার্বন নির্গমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এর প্রভাব ২০৩৫ সাল পরবর্তী ৮০ বছরে বিশ্বে তাপ-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা প্রায় ১৩ লাখ পর্যন্ত বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উষ্ণ ও উন্নয়নশীল দেশগুলো। এই দেশগুলোতে কার্বন নির্গমন তুলনামূলকভাবে কম হলেও গরম মোকাবিলার অবকাঠামো দুর্বল। ভারত, পাকিস্তানসহ এসব দেশে গরম-সংক্রান্ত মৃত্যু দ্রুত বাড়তে পারে।

যুক্তরাষ্ট্র বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের ২০ শতাংশ নির্গমন করে। ট্রাম্প প্রশাসন প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গিয়ে কয়লা, তেল ও গ্যাস উৎপাদন সহজতর করেছে এবং যানবাহন, বিদ্যুত কেন্দ্রসহ অন্যান্য খাতের নির্গমন নিয়ন্ত্রণ শিথিল করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই অতিরিক্ত মৃত্যুহার মূলত তাপদাহ, স্ট্রোক, হৃদরোগ, শ্বাসকষ্টসহ তাপ-সংক্রান্ত কারণে বৃদ্ধি পাবে। পাশাপাশি খরা, খাবার সংকট, বন-আগুন, রোগ বিস্তার ও অন্যান্য জলবায়ু দুর্যোগও আরও জটিল হয়ে উঠতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top