মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাইছেন জামায়াত প্রার্থী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, নির্বাচনী প্রচারণাকালে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এক ভোটারকে উদ্দেশ করে বলেন, তিনি এমপি নির্বাচিত হলে তাকে ওমরাহ করাতে নিয়ে যাবেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ ব্যয় কিংবা কোনো ধরনের প্রলোভন দেখাতে পারেন না। অথচ অভিযোগ রয়েছে, আচরণবিধি লঙ্ঘন করে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ওমরাহ করানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে মুরাদনগর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। সচেতন নাগরিকদের অনেকে বিষয়টিকে ভোটারদের সঙ্গে মশকারা ও প্রতারণা বলে মন্তব্য করছেন।

এ বিষয়ে নবীয়াবাদ আব্দুল ওয়াদুদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম বলেন, ‘কারোকে ওমরাহ করাতে নিয়ে যাওয়া সওয়াবের কাজ হতে পারে। তবে শর্তসাপেক্ষে বা ভোটের বিনিময়ে এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া স্পষ্ট প্রতারণা। আগে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিত, এখন ওমরাহতে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে—এগুলো জনতার সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।’

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মুঠোফোন নম্বর ০১৮৭২-৩২৮৬০৫-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে কুমিল্লা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানোর কোনো সুযোগ নেই। যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে থাকে, তাহলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top