মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপায় পেঁয়াজ ক্ষেত থেকে সোহাগ হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বারোইপাড়া গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত সোহাগ হোসেন (২৮) একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সোহাগ হোসেন তার বাবার সঙ্গে বারইপাড়া এলাকার মাঠে পেঁয়াজ রোপণ করতে যায়। দুপুরের তার বাবা খাবার খেতে বাড়ি ফিরে আসে। ওই সময় সোহাগ মাঠেই ছিল। সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে যায়। এ সময় পেঁয়াজ ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top