বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮

সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তুলা (ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং পাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ তুলার মিল থেকে আগুন জ্বলে ওঠে। মিলের ভেতরে থাকা বিপুল পরিমাণ তুলার মালামাল ও ৩টি তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিন সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, আমতলী থানার পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) এবং আমতলী থানার অফিসার ইনচার্জসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top