সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

নাটোরের গুরুদাসপুরে ট্রলিচাপায় দুইজন নিহত, পাঁচজন আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৮:১৬

সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ইট বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার নাজিরপুর ছবেরের মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) এবং মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একদল দিনমজুর সকালে ব্যাটারিচালিত অটোতে চড়ে পাশের এলাকায় কাজে যাচ্ছিলেন। এই সময় একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের গাড়ির উপর উঠে পড়ে। এতে সাত যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top