রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

বিশ্বের সবচেয়ে সুখী দেশেও বেকারত্বের ছোবল, ইউরোপে শীর্ষে ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১২:৪১

সংগৃহীত

নতুন বছরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড। টানা আট বছর ধরে সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা দেশটি এখন ভয়াবহ বেকারত্ব সংকটে জর্জরিত। ইউরোপে সর্বোচ্চ বেকারত্বের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশে। এর ফলে দেশটির মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ৩ লাখ ১৮ হাজার ৭০০ মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। এই হার দিয়ে দীর্ঘদিন ইউরোপে বেকারত্বের শীর্ষে থাকা স্পেনকেও পেছনে ফেলেছে ফিনল্যান্ড।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ফিনল্যান্ডের জন্য নতুন নয়। নব্বইয়ের দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি গভীর অর্থনৈতিক মন্দার মুখে পড়ে। সে সময় বেকারত্বের হার ১৬ শতাংশ ছাড়িয়ে যায়। পরবর্তীতে প্রযুক্তি খাতের বিকাশ, বিশেষ করে নকিয়ার নেতৃত্বে টেলিকম শিল্পের উত্থানের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হয় এবং বেকারত্ব নেমে আসে প্রায় ৬ শতাংশে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র আবার বদলাতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, ইউক্রেন যুদ্ধের প্রভাব, উচ্চ সুদের হার এবং ভোক্তা ব্যয়ের সংকোচন ফিনল্যান্ডের অর্থনীতিকে বড় চাপের মুখে ফেলেছে। একই সঙ্গে শ্রমবাজারে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ায় কর্মসংস্থানের ওপর চাপ আরও তীব্র হয়েছে।

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমার আড়ালে বর্তমানে ফিনল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে কর্মসংস্থান। অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে, এই বেকারত্বই ভবিষ্যতে দেশটির সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক সংকটে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top